Nayanagor Credit Nayanagor Credit Nayanagor Credit

President Speech

President Speech

দারিদ্র বিমোচনে সমবায় একটি বহুল পরীক্ষিত ব্যবস্থা।
বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে সমবায়ের চালু রয়েছে। তেমনি এই বিশেষ ধারার সমবায় তথা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন আমাদের বাংলাদেশও চালু রয়েছে। সমাজের হত-দরিদ্র মানুষকে একত্রিত করে ও অর্থেনৈতিক ভাবে স্বচ্ছলতা অর্জন করা। আমরা আজকের সমাজের ক্রেডিট ইউনিয়ন বা বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের দিগে নজর দিলেই বুঝতে পারি। বর্তমান ঢাকা শহরে বড় বড় কয়েকটি খ্রীষ্ঠান প্রতিষ্ঠান মাথা উচু করে চলছে, তার মধ্যে অন্য তম একটি হচ্ছে নয়ানগর খ্রীষ্টান কো-অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। নদ্দা ও বাড্ডা এলাকায় বসবাস রত হত-দরিদ্র, সমাজের পিছিয়ে পড়া, অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল এমন সকল মানুষদের কষ্টার্জিত মূলধনেই আজকের এই নয়ানগর খ্রীষ্টান কো-অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। অনেক অনেক স্বার্থত্যাগী মানুষ এই সমিতির পিছনে নিরলস ভাবে শ্রম দিয়েছেন, সেই সাথে অনেকে নেতৃত্ব দিয়েও খ্রীষ্টান সমাজে আদর্শ সমিতি হতে সাহায্য করেছেন। বর্তমান সময়ের অর্থনৈতিক ভাবে চাঙ্গা ও সচল ভাবে চলা নয়ানগর খ্রীষ্টান কো-অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ- কে নেতৃত্ব দিয়ে চালিয়ে নেওয়ার জন্য দরকার একজন সৎ-যোগ্য ও আদর্শবান নেতা। যার বৈপ্লবিক সিদ্ধান্ত ও দক্ষ পরিকল্পনার মাধ্যমে সমিতি হবে আরও আধুনিকায়ন, তিনি হলেন বর্তমান সময়ের বুদ্ধিদীপ্ত ও যুব নেতৃত্বের অধিকারী মি. রিচার্ড রিপন সরদার।