Nayanagor Credit Nayanagor Credit Nayanagor Credit

President Speech

About To NCCCUL

১৯৯২ খ্রীষ্টাব্দে নদ্দা, কালাচাঁদপুর এলাকায় বসবাসরত সকল খ্রীষ্টানুরাগীদের অর্থনৈতিক মুক্তি তথা এলাকার খ্রীষ্ট সম্প্রদায়ের লোকদের সংঘঠিত করার উদ্দেশে” তাদের মধে”দূর-দৃষ্টি সম্পন্ন কিছু বাক্তি বিশেষত মি: সুবাস আব্রাহাম ডি’ কস্তা, মি: সুনীল সেলেষ্টিন কস্তা, মি: ডমিনিক রোজারিও এবং মি: পিটার ফিডালিশ কস্তা নয়ানগর ডি মাজেনড় চার্চের আওতাধীন এলাকায় বসবাসরত খ্রীষ্টানদের সমন্বয়ে একটি ঋণদান সমিতি শুরু করার বিষয়ে সর্বপ্রথম নিজেদের মধে” আলোচনা শুরু করেন। এভাবে বেশ কিছুদিন আলোচনার পর তারা একটি সি×ান্তে উপনীত হন এবং বিষয়টি ৮ই মার্চ, ১৯৯২ রবিবার নয়ানগর “ডি মাজেন চার্চে”উপাসনার পর মি: সুবাস আব্রাহাম ডি’ কস্তা নোটিশ আকারে প্রকাশ করেন।

নয়ানগর ধর্মপল্লীর অধীনে একটি সঞ্চয় ও ঋণদান সমিতি প্রতিষ্ঠার বাপারে অনেকেই সহমত পোষন করেন এবং তা কার্যকর করার সি×ান্ত গ্রহণ করেন। এভাবে ৮ই মার্চ, ১৯৯২ খ্রীষ্টাব্দে সমিতির প্রতিষ্ঠা লাভ করে যার প্রাথমিক নামকরণ করা হয় “নয়ানগর খ্রীষ্টান ঋণদান সমিতি” এবং ১২ জন খ্রীষ্টভক্ত ঐ সময়ে সমিতির সদস পদ গ্রহণ করেন। পরবর্তীতে আরও কয়েকজন খ্রীষ্টভক্ত উক্ত তারিখে সমিতির সদস” পদ গ্রহণ করেন। সমিতির প্রতিটি শেয়ারের প্রাথমিক মূল” নির্ধারণ করা হয় ১০/- টাকা এবং ভর্তি ফি বাবদ ১০/- টাকা। এভাবে মোট ২৭ জন সদসে”র নিকট হতে উক্ত তারিখে নির্ধারিত শেয়ারের মূল” অনুযায়ী মোট ১,৭৬০/- টাকা মূলধন সংগ্রহ করত; সমিতির পথ চলা শুরু হয়।